ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা তাদের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৭ মে ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিনের বিয়ের তৃতীয় বিবাহবার্ষিকী আজ। ২০২৩ সালে বিয়ে করেন তারা। সংসার নিয়ে বেশ তুষ্ট এই জুটি। তৃতীয় বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সে কথাই লিখেছেন রবিন।

আজ (২৭ মে) মঙ্গলবার এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো — যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।’ সেখানে পূর্ণিমার সঙ্গে একগুচ্ছ ছবিও পোস্ট করেছেন তিনি।

অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা তাদের

রবিন সেখানে আরও লিখেছেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যে আমাকে বোঝে, সমর্থন করে, আর সবসময় আমার পাশে থাকে। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি।’

নিজেদের বন্ধনকে আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা করে রবিন লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।’

অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা তাদের

২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। ২০২২ সালে তাদের বিচ্ছেদের ঘটনা প্রকাশ করেন এই অভিনেত্রী। পরে ২০২৩ সালে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন তিনি। পূর্ণিমা জানিয়েছিলেন, বিয়ের চার-পাঁচ বছর আগে কাজের সূত্রে তাদের পরিচয়। সেই থেকে ভালো বোঝাপড়া, বন্ধুত্ব গড়ে ওঠে।

১৯৯৮ সালের ১৫ মে মুক্তি পেয়েছিল পূর্ণিমা অভিনীত প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’। ছবিটি পরিচালনা করেছিলেন জাকির হোসেন রাজু। ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছিলেন রিয়াজ। পূর্ণিমা অভিনীত সিনেমাগুলোর মধ্যে শাকিব খানের সঙ্গে ‘মাটির ঠিকানা’, রিয়াজের সঙ্গে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’ উল্লেখযোগ্য।

আরএমডি/এমএস