ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জোভান-তটিনীর নাটকের আইটেম গানে টয়া

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৯ মে ২০২৫

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে সিএমভি’র বিশেষ নাটক ‘মন বদল’। এতে যমজ দুই বোন জারা ও সারার চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এই দুই বোনের জীবনে আবির্ভূত হওয়া তরুণ চিকিৎসক আদিল চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।

তবে নাটকটির অন্যতম বিশেষ চমক হচ্ছে আইটেম গান। যেখানে গ্ল্যামার ও কোরিওগ্রাফিতে মুমতাহিনা টয়া নজর কাড়বেন। টয়ার এই গানে উপস্থিতি ‘মন বদল’ নাটকে এনে দেবে বাড়তি আকর্ষণ, এমনটাই মনে করছেন এর নির্মাতা মাহমুদ মাহিন।

তটিনীর পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি বলেন, ‘দুই বোনের চরিত্র একসাথে ফুটিয়ে তোলা সহজ নয়। কিন্তু তটিনী সেই চ্যালেঞ্জ দারুণভাবে নিয়েছে। আর টয়ার আইটেম গানের উপস্থিতি নাটকটিকে দিয়েছে আরও রঙিন মাত্রা।’

জোভান-তটিনীর নাটকের আইটেম গানে টয়া

নাটকটি মাহমুদ মাহিন পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘এটি একটি পারিবারিক ক্লাইমেক্স ঘরানার নাটক। যমজ বোনদের মধ্যে থাকা সম্পর্কের টানাপোড়েন, প্রেম আর আত্মত্যাগ- সব কিছুই ফুটে উঠবে নাটকের গল্পে। পাশাপাশি, প্রেমের গল্পে জমজমাট রসায়ন তৈরি করেছে আদিল চরিত্রের উপস্থিতি।’

‘মন বদল’সহ বেশ কিছু ঈদের বিশেষ নাটক চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এলআইএ/জেআইএম

আরও পড়ুন