একাই থাকতে চান পরিণীতি
কখন কে কার হৃদয় ভাঙে বলা খুবই মুশকিল। আর এই হৃদয় ভাঙার খেলায় যদি মাতেন তারকারা, তাহলে তো সেটা নিঃসন্দেহে মুখরোচক গল্প। সাধারণভাবে তারকারে তাঁদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। কিন্তু ফ্যান ফলোয়ারদের আগ্রহ তো সেদিকেই বেশি। তার ওপর তারকা যদি নিজে, তাঁর নিজ জীবনের পর্দা তুলে দেন তাহলে তো ভক্তদের সোনায় সোহাগা। সম্প্রতি বলিউডের নায়িকা পরিণীতি শোনালেন তাঁর হৃদয় ভাঙার।
সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে পরিণীতি সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, ‘একবার নয় আমি দু’ইবার দুটি হৃদয় ভেঙেছেন।তবে এখন সম্পূর্ণ একা আছি।একা থাকার স্বাধীনতা উপভোগ করছি।’
তিনি আরও বলেছেন, ‘আমি জানি এটা আমার সঙ্গেও হতে পারে।কারণ আমি বিশ্বাস করি তুমি যা করবে তার ফল এক না একদিন পাবে।তাছাড়া আমি শুনেছি প্রেমে আঘাতপ্রাপ্ত মানুষ জীবনে বেশি সফল।’
কিছুদিন আগে শোনা যাচ্ছিল পরিণীতি মনীষ শর্মার সঙ্গে ব্রেক-আপের কথা।
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’