ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ছোটকাকু রহস্যে ভাবনা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০২ জুন ২০২৫

গেল কয়েক বছর ধরে প্রতি ঈদেই ছোট কাকু সিরিজ নিয়ে টিভি পর্দায় হাজির হন দেশ বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। জনপ্রিয় শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিতব্য এবার নির্মিত হয়েছে ঈদের বিশেষ সিরিজ ‘ছোটকাকু রহস্য’।

এতে ছোটকাকু চরিত্রে বরাবরের মতো থাকছেন আফজাল হোসেন। তবে এবার তার পরিবর্তে ৮ পর্বের সিরিজটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। নাট্যরূপ দিয়েছেন আফজাল হোসেন। আর এতে থাকছেন গেল কয়েকটি ছোটকাকু সিরিজের গল্পে অভিনয় করা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

নাটকটি ঈদের দিন থেকে ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে চ্যানেল আইতে।

ছোটকাকু রহস্যে ভাবনা

ভাবনা বলেন, ‘ঈদে ছোট কাকু সিরিজ নিয়ে দর্শকের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। অনিমেষ আইচের পরিচালনায় আমিও যুক্ত আছি। কাজটা করে বেশ ভালো লাগছে। আশা করছি, নাটকটি দর্শকের পছন্দ হবে।’

এবারে ছোটকাকু রহস্যে আফজাল-ভাবনার সঙ্গে আরও অভিনয় করেছেন রওনক হাসান, প্রবাল প্রমুখ।

এর আগে গেল রোজা ঈদে ভাবনা অভিনয় করেছিলেন ছোটকাকু সিরিজের ‘মিশন মুন্সিগঞ্জ’ নামের পর্বে। সেখানে আরও অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরীরা।

এলআইএ/এমএস

আরও পড়ুন