চার পর্বের শোতে গাইবে ১৩ ব্যান্ড
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদ-উল আযহা উপলক্ষে প্রচারিত হবে চার পর্বের বিশেষ ব্যান্ড শো। সেখানে গান শোনাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকারা। চার পর্বের আয়োজনের প্রথম পর্ব প্রচার হবে ঈদের ৩য়দিন সন্ধ্যা ৭টায়।
সেখানে গাইবে চিরকুট। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন দল প্রধান শারমিন সুলতানা সুমি। নাসির উদ্দিনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কাজী মমরেজ মাহমুদ।
ঈদের ৪র্থ দিন বিকাল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনায় ও সেবন্তীর উপস্থাপনায় দলগুলো অনুষ্ঠানটিতে আটটটি গান পরিবেশন করবে।
ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৭টায় গোলাম মোর্শেদের প্রযোজনায় গান শোনাবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রক্স বে রক ব্যান্ডদল। আর্কের হাসানের কণ্ঠে শোনা যাবে ‘সুইটি তুমি আর কেঁদোনা’, ‘একাকী আমি একাকী’ ও ‘যা ছিল আড়ালে পরিচয়’ গানগুলো।
এছাড়াও সিম্ফনি গাইবে ‘এখনো পৃথিবীটা কী দারুণ সেজেছে’, ‘যে চোখে ছিল ভালোবাসা’, অরবিট শোনাবে ‘তুমি শুধু আমার’, ‘ওই এলোরে বান’ এবং রক্স বে রক শোনাবে ‘তুমি আমার অধরা’ গানটি।
ঈদের ৫ম দিন সন্ধ্যা ৭টায় আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় গাইবে ব্যান্ডদল বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস।
এলআইএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ জন্মদিনে জানুন টুইঙ্কেল খান্নার বহুমাত্রিক জীবনের গল্প
- ২ টাইটানিকের নায়িকার প্রথম ঘনিষ্ঠ মুহূর্ত কেটেছে মেয়েদের সঙ্গে
- ৩ বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে হত্যার নিন্দা জানিয়ে কটাক্ষের মুখে জাহ্নবী
- ৪ ঢাকায় মঞ্চস্থ হলো ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’
- ৫ পাকিস্তানি উপস্থাপকের মুখে রোকেয়ার নাম, চমকে গেলেন কাবিলা পলাশ