ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বিয়ে ও সন্তান নিয়ে যা বললেন তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৫ জুলাই ২০২৫

এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নিউইয়র্কে ছুটি কাটাতে গিয়ে সেখানে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অভিনেতা জায়েদ খানের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের এ অনুষ্ঠানটির প্রথম পর্ব শুক্রবার (৪ জুলাই) প্রচার হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে প্রচারিত এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন তিশা। এতে এ অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন কথা আপালচারিতায় তুলেন আনেন।

বিয়ে ও সন্তান নিয়ে যা বললেন তানজিন তিশা

অনুষ্ঠানের উপস্থাপক জায়েদ খান আলাপচারিতার এ পর্যায়ে তানজিন তিশাকে একটি গুজব সম্পর্কে জানতে চান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার নাকি দুটা বিয়ে হয়েছে। তিন নম্বর বিয়ের জন্য পাত্রের অনুসন্ধান চলছে। এছাড়া আমার একটি সন্তান আছে। তাকে আমি দাদির কাছে লুকিয়ে রেখেছি। এমন গুঞ্জন শুনে সব সময়ই হাসি পায়।’

বিয়ে ও সন্তান নিয়ে যা বললেন তানজিন তিশা

সেই বাচ্চাটি সম্পর্কে তিশা বলেন, ‘এই বাচ্চাটি হচ্ছে আমার বোনের বাচ্চা।’ বিয়ে নিয়ে তিশা বলেন, ‘ইনশাআল্লাহ বিয়ে করবো। কেন করবো না। কিন্তু এখন পর্যন্ত একবারও কবুল বলিনি। যখন শুনেছি এখন পর্যন্ত আমার দুটি বিয়ে হয়েছে-আই ওয়াজ লাইক ওকে।’

এমএমএফ/এএসএম

আরও পড়ুন