ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কলাপাতার ঘরে সজল-বাঁধন

প্রকাশিত: ০২:২৯ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

প্যারালাইজড স্বামী তার স্ত্রীর প্রতি পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করতে পারছেন না তাই বাধ্য হয়ে প্রিয়তমা স্ত্রীকে অন্যের কাছে সঁপে দিলেন। এমনই এক ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘কলাপাতার ঘর’ নাটকটি। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সজল ও বাঁধন। গত সপ্তাহে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘এ ধরনের গল্পের স্ক্রিপ্ট খুব কমই হাতে আসে। সুযোগ পেলে নিজেকে এ ধরনের গল্প দিয়ে ঝালাই করে নিই।’

বাঁধন বলেন, ‘আমার সহকর্মীদের মধ্যে আমার অভিনয়কে খুব সহজে যারা বুঝেন তাদের মধ্যে অন্যতম একজন সজল। একজন বন্ধুত্বপরায়ণ সহশিল্পী। অনেক ভালো মনের একজন মানুষও বটে। তার সঙ্গে নতুন এই কাজটি আশা করি খুব ভালোলাগবে দর্শকের।’

নাটকটি নতুন বছরের ফেব্রুয়ারি মাসে এটিএন বাংলায় প্রচার হবে বলে জানা যায়।