পাথর দিয়ে ব্যবসায়ী খুন, যা বলছেন তারকারা
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের সর্বস্তরের মানুষ। অনেক জায়গায় বিক্ষোভ-মানববন্ধনও চলছে নৃশংস এই হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে।
মর্মান্তিক এ ঘটনা নাড়া দিয়েছে দেশের শোবিজ অঙ্গনেও। ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকা। অভিনেতা খায়রুল বাসার নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর যারা মানুষ হতে পারল না। যারা জীবজন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের অছিলায়। এ দেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে।’
সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে লেখেন, ‘যেখানেই অন্যায়, প্লিজ! আপনারা কথা বলুন, প্লিজ! মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন, সাহস দেখান, মানবতা দেখান, আইনের দ্বারস্থ হোন। বারবার ব্যর্থ হলেও আইনের ওপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।’
নির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনও জানিয়েছেন প্রতিবাদ। তারা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।
মীরাক্কেল’খ্যাত তারকা সাইদুর রহমান পাভেল লিখেছেন, ‘১৭ বছরের ঘৃণা ১ বছরেই কামায়া নিলেন’।
অভিনেতা, পরিচালক ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুকে লিখেছেন, ‘কেউ কেউ রাজনীতি করে বাকিরা লাল চাঁদ সোহাগ।’
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ।
ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মামলার এজাহার, নিহত লাল চাঁদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন নৃশংস বিবরণ উঠে এসেছে।
এমআই/এলআইএ/জেআইএম