ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আবারও বিতর্কে নোবেল

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২০ জুলাই ২০২৫

একের পর এক বিতর্ক সৃষ্টি করে যাচ্ছেন সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। চলতি বছরের মে মাসে ইডেন কলেজের ছাত্রীকে নির্যাতনের অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন। অভিযোগকারী নারীর সঙ্গে বিয়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি হয়। এমন ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও তিনি সংবাদের শিরোনাম হয়েছেন।

এবার নোবেল মদ্যপ অবস্থায় উবারচালককে মারধর করলেন। এমন ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটি নিয়ে এখন তুমুল আলোচনা সমালোচনা চলছে।

শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নোবেল মদ্যপ অবস্থায় একটি বাড়ির সামনে প্রাইভেটকার চালককে মারধরে করছেন। এ সময় নোবেলের পরনে ছিল সাদা টি-শার্ট এবং জিন্স প্যান্ট। চালককে মারধর সময় গায়কের পায়ে কোনো জুত ছিল না।

আবারও বিতর্কে নোবেল

নোবেল বছর দুয়েক আগে মদ্যপ অবস্থায় মঞ্চে গান গাইতে উঠে বিতর্কের জন্ম দিয়েছিলেন নোবেল। সে সময় নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছিলেন। এরপর থেকে আর তার গানের মঞ্চে দেখা মেলেনি। হঠাৎ একদিন তার সোশ্যাল মিডিয়ার লাইভে এসে জানান, নেশা থেকে মুক্তি পেতে রিহ্যাবে ছিলেন তিন মাস।

গত ১৯ জুন কারাফটকে বিয়ে করেন নোবেল। বিয়ের পরপরই তার আইনজীবী জানান, নোবেল বাবা হতে চলেছেন। বিয়ের পাঁচদিন পর নোবেলের স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রসঙ্গে এই আইনজীবী বলেছিলেন, নোবেল-প্রিয়া গত বছর বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন। তখন কাবিন রেজিস্ট্রি করা ছিল না। এ নিয়ে ভুল বোঝাবুঝি নিয়ে মামলা হয়। এখন ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং গত ১৯ জুন কারাগারে আবার তাদের বিয়ে হয়েছে। এদিন ডেমরা থানায় হওয়া নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় এক হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন নোবেল।

এমএমএফ/জিকেএস

আরও পড়ুন