ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সিনেমায় ব্যর্থ নায়িকা এবার রাজনীতিতে নামছেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২১ জুলাই ২০২৫

বেশ সম্ভাবনা নিয়েই সিনেমায় পা রেখেছিলেন। বড় বড় সব নায়ক ও তারকাদের সাথে কাজেরও সুযোগ এসেছে। কিন্তু প্রতিষ্ঠিত নায়িকা হওয়া আর হলো না। দক্ষিণী সিনেমায় এক ঝলক, কিছু সিরিজ আর বিজ্ঞাপনে কাজ; সেটুকুই এখন পর্যন্ত ঋত্বিকা সেনের সাম্প্রতিক ক্যারিয়ারের ছবি। অনেকদিন ধরেই বড়পর্দায় অনিয়মিত। ঠিক এই সময়েই গুঞ্জন চলছে নায়িকা এবার রাজনীতির মাঠে পা রাখতে চলেছেন!

শোনা যাচ্ছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রার্থী হতে পারেন ঋত্বিকা। ইতিমধ্যেই তাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনার ঝড়। অনেকেই বলছেন, টলিউড থেকে রাজনীতিতে যাত্রা করা অন্যদের পথেই হাঁটছেন তিনি।

মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা আগে থেকেই সংসদীয় রাজনীতিতে সক্রিয়। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন ঋত্বিকা। এ খবরেই উত্তাল সামাজিক মাধ্যম।

তবে ঋত্বিকা নিজে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। এক ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘এমনও দিন গেছে, দলের ৪০টি প্রচারে টানা অংশ নিয়েছি। মুখ্যমন্ত্রী ডাকলেই সাড়া দিয়েছি। কিন্তু তার মানে এই না যে আমি প্রার্থী হচ্ছি। এ রকম গুজব কে ছড়ায় আমি নিজেও জানি না।’

তিনি আরও বলেন, ‘গুঞ্জন আমি ছড়াইনি। আমার কাছে জানতে চাওয়া হয়েছিল বলেই আমি প্রতিক্রিয়া দিয়েছি। আমি নিজেও অবাক হই, কেন বারবার এমন খবর ছড়ানো হচ্ছে।’

এদিকে রাজ্য রাজনীতিতে জোর খবর- ২১ জুলাইয়ের পর তৃণমূল কংগ্রেসে কিছু মুখ বদলের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী হয়তো দায়িত্ব ভাগ করে দেবেন কয়েকজন তরুণ মুখকে। এর মধ্যেই ঋত্বিকার নাম উঠে আসায় জল্পনা আরও ঘনীভূত।

যদিও বড়পর্দায় অনেকদিন দেখা যায় না তাকে, রাজনৈতিক প্রচারে সক্রিয়তার কারণে অনেকেই বলছেন, ‘সিনেমায় ব্যর্থ বলেই কি তবে রাজনীতির মঞ্চে ভাগ্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ঋত্বিকা?’

এলআইএ/এমএস

আরও পড়ুন