আমাকে আনফ্রেন্ড করে একটু সাহায্য করুন: শ্রাবন্তী

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মডেল, নৃত্যশিল্পী ইপশিতা শবনম শ্রাবন্তী। সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০১০ সালে। নুরুল আলম আতিকের পরিচালিত ডালিম কুমার নাটকের পর তাকে আর অভিনয় করতে দেখা যায়নি। বর্তমানে তিনি থাকছেন যুক্তরাষ্ট্রে। তবে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় এ অভিনেত্রী।
বুধবার (২৩ জুলাই) নিজের ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী শ্রাবন্তী লিখেছেন, ‘আচ্ছা একটা কথা, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমার কলিগস, আমার ভাই-ব্রাদারস, সিস্টারস ফেসবুকে পরিচিত এমন যারা আছেন, পলিটিক্যালি যারা অনেক বুঝেন আর ইনভলভ প্লিজ আমাকে আপনারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে আনফ্রেন্ড করে দিন।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও লিখেছেন, ‘প্লিজ বাচ্চাদের এসব দেখে আপনাদের আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি এবং ডক্টর ইউনূস এসব আর নেওয়া যাচ্ছে না। আপনি যতই আমার আপন হোন প্লিজ আনফ্রেন্ড করে দিন। আমি নিজেও যা পারছি করছি, আপনিও আমাকে আনফ্রেন্ড করে একটু সাহায্য করুন। আল্লাহ হাফেজ।’
- আরও পড়ুন:
১৩ বছর পর আবারও ছোট পর্দায় শ্রাবন্তী
‘দিন: দ্য ডে’ দেখে শ্রাবন্তী বললেন, ‘আজকে আমার সুখের দিন’
এমআই/এমএমএফ/জেআইএম
আরও পড়ুন
বিজ্ঞাপন