‘বরবাদ’-এর পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ
গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের দীর্ঘ লাইন, আয় প্রায় ৭৫ কোটি টাকা। সব মিলিয়ে ছবিটি হয়ে ওঠে আলোচিত।
তবে সিনেমার এই সাফল্যের ছায়ায় এবার উঠেছে বিতর্ক। অভিনেত্রী দিলরুবা দোয়েল অভিযোগ তুলেছেন, পরিচালক মেহেদী হাসান হৃদয় তার ডাবিং পারিশ্রমিক পরিশোধ করেননি।
দোয়েল জানান, পরিচালক হৃদয় তার সহকারীকে দিয়ে ফোন করিয়ে জানান, অভিনেত্রী ইধিকা পালের একটি চরিত্রের জরুরি ডাবিং করতে হবে না হলে সেন্সর বোর্ড ছাড় দেবে না। দোয়েল ডাবিং করতে রাজি হলেও সরাসরি পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু ডাবিং শেষে সেই টাকা আর মেলেনি।
তিনি বলেন, ‘আমি ডাবিং করেও পারিশ্রমিক পাইনি। কয়েকবার পরিচালককে ফোন করেছিলাম, ধরেননি। টাকাটা বড় বিষয় নয়, কিন্তু সম্মানটা কোথায়? এত বড় ছবি বানানোর কথা বলে অথচ শিল্পীদের সম্মান দেয় না। মনে হয়, ওনারা হলিউড থেকে এসেছেন!’
অভিযোগের জবাবে মুখ খুলেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়ও। তিনি বলেন, ‘আমি জানিই না ওর কোনো পেমেন্ট বাকি আছে। ও যদি ফোন করে থাকে, হয়তো অপরিচিত নম্বর দেখে ধরা হয়নি। ওর নম্বরও আমার কাছে নেই। যদি একটা টেক্সট দিত, তাহলে নিশ্চয়ই কথা হতো।’
তিনি আরও বলেন, ‘এই বিষয়ে আমার কোনো যোগাযোগ দোয়েলের সঙ্গে হয়নি। এই সিনেমায় বাংলাদেশের এডি ছিলেন আজাদ ভাই। আর বাকিরা ভারতের টিম থেকে। ডাবিং সংক্রান্ত ব্যাপারে আমি কিছু জানি না।’
‘বরবাদ’ সিনেমাটি ২০-২৫ কোটি টাকায় নির্মাণ হয় বলে শোনা যাচ্ছে। অভিনয়ে ছিলেন শাকিব খান, ইধিকা পাল, মিশা সওদাগর, বাবু, সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। আইটেম গানে ছিলেন নুসরাত জাহান।
এলআইএ/জেআইএম