ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নতুন বছরে সজল-মম

প্রকাশিত: ০২:১৯ এএম, ০১ জানুয়ারি ২০১৫

বছরের শুরুর দিনটিতেই জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন এ সময়ের আলেচিত দুই তারকা সজল ও মম। লায়লা তারেকের রচনা ও সাজ্জাদ রাহমানের পরিচালনায় সহোদরা নামের একটি ভূতের নাটকে জুটি বাঁধছেন এ জুটি। নাটকটির শুটিং হবে নরসিংদীর শিউলী ভিলায়।

এ প্রসঙ্গে মম বলেন, সকলেরই কাম্য কর্মব্যস্ত জীবন। বছরের শুরুতেই চমৎকার গল্পের একটি নাটকে অভিনয় করতে যাচ্ছি।পরিচালক সাজ্জাদ রহমানের পরিচালনায় প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছি। গল্প পড়ে মনে হয়েছে বেশ উপভোগ্য হবে নাটকটি।

এ নাটকে সজল-মম ছাড়াও অভিনয় করেছেন ড. এনামুল হক। সহোদরায় অন্যদের মধ্যে অভিনয় করেছেন মাহমুদুল হক মিঠু, সঞ্জয় রাজ, শিউলী মালা, ফারা, আরিজা ও ঐশী।

নাটকের গল্পে দেখা যাবে, মম ও সজল নতুন বিয়ে করেছেন। দুজনে বেড়াতে গিয়েছেন মমর পৈত্রিক বাড়িতে। মম-সজল দুজনেই ভুলে গেছেন ওই দিন মমর জন্মদিন। তাদের না জানিয়েই কেক কাটার আয়োজন করলেন বাবা ড. ইনামুল হক। কিন্তু কেক কাটার পরপরই ঘটতে শুরু করে বিপত্তি। মম ফু দিয়ে নেভানোর আগেই দমকা হাওয়ায় নিভিয়ে যায় সব মোমবাতি। পরপর দুবার চেষ্টার পর কেক কাটতে সফল হলেও সেখান থেকে বেরিয়ে আসে তাজা রক্ত। ঘটতে থাকে নানা অশুভ ঘটনা।

সহোদরার চিত্রগ্রহণ করছেন আনোয়ার আনু, প্রযোজনা এনএসি মিডিয়া। প্রযোজনা করছেন মেজবাহ উদ্দিন আহমেদ।