রাজউকের নির্বাচনে প্রার্থী হলেন অভিনেতা তারিক স্বপন
রাজউকের নির্বাচনে প্রার্থী হলেন অভিনেতা তারিক স্বপন
ছোটপর্দার পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেতা তারিক স্বপন এবার নাম লিখিয়েছেন নির্বাচনের রাজনীতিতে। অভিনয়জগতে তিনি তারিক স্বপন নামে পরিচিত হলেও তার আসল নাম তারিকুল ইসলাম তালুকদার।
জানা গেছে, তিনি রাজউক কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে প্রার্থী হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে নির্বাচনী পোস্টার প্রকাশ করেন তারিক স্বপন। সেখানে দেখা যায়, তিনি ভোটারদের উদ্দেশে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। পোস্টারে লেখা, ‘আপনাদের ভালোবাসা ও ভোটই আমার প্রেরণা।’
মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন, দীর্ঘ তিন দশকের অভিনয়যাত্রা তারিক স্বপনের। চলতি বছরের ১৯ মার্চ তিনি তার অভিনয় জীবনের ৩৩ বছর পূর্ণ করেছেন।
১৯৯২ সালে সিরাজগঞ্জের ‘অনুস্বর থিয়েটার’ দিয়ে শুরু হয় তার অভিনয়জীবন। পরে ‘প্রসূণ থিয়েটার’-এর হয়ে মঞ্চে নির্দেশনা দেন বেশ কিছু নাটকের। এর মধ্যে রয়েছে ‘হামেদ আলীর সর্পদর্শন’, ‘১৯৭১’, ‘মহাপুরুষ’ ও ‘রাজাকারের পতন’।
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের উৎসাহে ১৯৯৯ সালে তিনি ঢাকায় পাড়ি জমান। প্রথম যোগ দেন ‘থিয়েটার সেন্টার’-এ। মাত্র চার দিন পরই অভিনয় করেন ‘মন তার শঙ্খিনী’ নাটকে। এরপর ২০০২ সালে ‘নাট্যকেন্দ্র’-এ যোগ দিয়ে নিয়মিত হন টেলিভিশনে।
‘বিচ্ছু’, ‘আরজ আলী মাতব্বর’, ‘প্রতিসরণ’সহ অসংখ্য নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন তারিক স্বপন। এবার সেই পরিচিত মুখ নতুনভাবে হাজির হচ্ছেন নির্বাচনের মাঠে।
এলআইএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ চলচ্চিত্র পুরস্কারে নাম ভুল, পুরস্কার প্রত্যাখ্যান করলেন নিয়ামুল
- ২ মিমি চক্রবর্তীর হেনস্থার অভিযোগ: তনয় শাস্ত্রীসহ জেল হেফাজতে ৩
- ৩ বিতর্কের মাঝেও ‘ধুরন্ধর’র দাপট, ১৩০ কোটিতে ওটিটি স্বত্ব বিক্রি
- ৪ মিজানুর রহমান আজহারীকে যে কারণে ধন্যবাদ দিলেন বর্ষা
- ৫ শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওয়া: অবন্তী সিঁথি