নিউইয়র্কে দীপিকা-রণবীর
মালদ্বীপে নববর্ষ উদযাপনের কথা থাকলেও ২৯ ডিসেম্বর হঠাৎই দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং দুজন একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানে চড়ে বসেন। ফলে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও মালদ্বীপের বদলে নিউ ইয়র্কে একান্তে নববর্ষ বরণ করেন তাঁরা ।
এর পর থেকেই দীপিকা ও রণবীরকে দেখা যায় বিভিন্ন শপিং মলে কেনাকাটা করতে। রাতে নিউ ইয়র্কের দামি রেস্তোরাঁয় ডিনার করতেও দেখা গেছে তাঁদের।
যেহেতু যুক্তরাষ্ট্রের পাপারাজ্জিদের কাছে তাঁরা এখনো অপরিচিত, তাই দীপিকা ও রণবীর বেশ শান্তিতেই ঘুরে বেড়াচ্ছেন নিউ ইয়র্কের পথে পথে।
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’