ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মারুফ আল্লামের রমজান গানের ভিডিও প্রকাশ

প্রকাশিত: ১০:২১ এএম, ২২ জুন ২০১৬

পবিত্র মাহে রমজানকে নিয়ে গান গাইলেন শিল্পী মারুফ আল্লাম। স্টুডিও ইমাজিনের ব্যানারে ফেসবুক এবং ইউটিউবে ইতোমধ্যে ‘রমজান’ শিরোনামে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে।

রজমানকে উপলক্ষ করে ভিন্ন স্বাদের এই গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক আরিফিন আল ইমরান। তার সংগীতায়োজনে ‘আল্লাহু’ শিরোনামে মারুফ আল্লামের আরো একটি মিউজিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

চমৎকার গানের এই মিউজিক ভিডিওটি শ্রোতাদের মন কাড়বে বলে আশা করছেন সংগীত পরিচালক আরিফিন আল ইমরান ও শিল্পী মারুফ আল্লাম। মিউজিক ভিডিওটির ধারণ ও সম্পাদনা করেছেন কামাল আহমেদ ও শরীফ।

মারুফ আল্লাম পেশায় বিশ্ববিদ্যালয় শিক্ষক। শৈশব থেকেই সংগীতাঙ্গনের সঙ্গে যুক্ত আছেন তিনি। বিভিন্ন সময়ে তার গাওয়া বেশ কিছু গান টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছে।

ভিডিওটি শুনতে ক্লিক করুন :


এলএ/আরআইপি

আরও পড়ুন