ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রাজন সাহার সুর ও সংগীতে মনের ভেতর তুই

প্রকাশিত: ০৭:২৭ এএম, ২৭ জুন ২০১৬

এই প্রজন্মের জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার রাজন সাহার সুর ও সংগীতে এবার ঈদের গান বাজারে নতুন অডিও অ্যালবাম প্রকাশ পাচ্ছে। ‘মনের ভেতর তুই’ শীর্ষক এ অ্যালবামে মোট ৫টি গান থাকছে।

তার মধ্যে একটি ডুয়েট। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানের নওরিন, মুহিন, টুটুল খান, সেরাকণ্ঠের রোমেল, দোয়েল সালেহ ও শাহীন শাহ। গান লিখেছেন ইশতিয়াক আহমেদ, গাজী আবদুল্লাহ আল মাহমুদ, জীবন ফারুকী, অচিন্ত রায় ও শাহীন শাহ। একমাত্র ডুয়েট গানটি গেয়েছেন নওরিন ও মুহিন। আর অ্যালবামের টাইটেল গান ‘মনের ভেতর তুই’ গানটি গেয়েছেন টুটুল খান। এটি লিখেছেন ইশতিয়াক আহমেদ।

rajonরাজন সাহা অ্যালবামটি নিয়ে বলেন, ‘সব শ্রেণির শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবামটি সাজিয়েছি। এখানে কথা ও সুরায়োজনে বৈচিত্রতা আছে। আশা করি ঈদে শ্রোতাদের দারুণ বিনোদনের সঙ্গী হবে অ্যালবামটি।’

প্রসঙ্গত, সময়ের ব্যস্ত গানের মানুষ রাজন সাহা বর্তমানে কাজ করছেন আরো বেশ কিছু অ্যালবাম নিয়ে। তারমধ্যে চলতি বর্ষাতে বাজারে আসবে তার ‘বৃষ্টিবিলাস’।

এলএ/আরআইপি

আরও পড়ুন