একান্ত আলাপে শাকিব-শ্রাবন্তী
ওপার বাংলার চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি গেল সপ্তাহে ঢাকা ঘুরে গেলেন। তার দ্বিতীয়বারের মতো ঢাকা সফরের উদ্দেশ্য ছিলো ‘শিকারী’ ছবির প্রচারণা চালানো।
তারই অংশ হিসেবে তিনি ‘শিকারী’ ছবির নায়ক শাকিব খানকে নিয়ে হাজির হয়েছিলেন বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে। সেখানে তারা ‘একান্ত আলাপ’ নামে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
তাদের নিয়ে নির্মিত অনুষ্ঠানটি মাহবুবা ইসলাম সুমির উপস্থাপনায় প্রযোজনা করেছেন শাহ আমীর খসরু। চিত্রনায়ক শাকিব খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে বিশেষ আড্ডানুষ্ঠানটি প্রচার হবে ঈদের অনুষ্ঠানমালায়। মোট দুটি পর্বে প্রচার হবে এটি। তারমধ্যে ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে প্রথম পর্ব ও ঈদের পঞ্চম দিন বিকেল ৫টা ৩০ মিনিটে দ্বিতীয় পর্ব দেখতে পাবেন দর্শক।
এলএ/পিআর