ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

মুক্তির আগেই রেকর্ড গড়লো ‌‘বাহুবলী’র সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬

ভারতের ইতিহাস বদলানো সিনেমা ‘বাহুবলী’খ্যাত তারকা প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত হরর-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’। মুক্তির আগেই উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রিতে নজর কেড়েছে ছবিটি। ভারতের সবচেয়ে বড় হরর-কমেডি হিসেবে আলোচিত ছবিটি মুক্তির মাত্র তিন দিন আগে প্রি-সেলে ভালো অঙ্কের আয় করেছে।

নির্মাতা মারুথির পরিচালনায় তৈরি এই সিনেমার উত্তর আমেরিকার অগ্রিম বুকিং শুরু হয়েছে কয়েক দিন আগে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চার শত উনিশটি লোকেশনে এক হাজার একশ আশিটির বেশি শো থেকে প্রায় বিশ হাজার টিকিট বিক্রি হয়েছে। এর মাধ্যমে এখন পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ নব্বই হাজার মার্কিন ডলার। শুধু প্রিমিয়ার শো থেকেই এসেছে প্রায় পাঁচ লাখ বাষট্টি হাজার ডলার।

যদিও শুরুতে অগ্রিম বুকিংয়ের গতি ছিল মাঝারি। তবে সাম্প্রতিক দিনে বিক্রির হার স্পষ্টভাবে বেড়েছে। বিশেষ করে রবিবার থেকে সোমবারে টিকিট বিক্রিতে ভালো উত্থান দেখা গেছে। মুক্তির আগে বাকি তিন দিনে এই গতি আরও বাড়বে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

আগামী ৯ জানুয়ারি সংক্রান্তি উৎসব উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দ্য রাজা সাব’। একই সময়ে মুক্তি পাচ্ছে বিজয় অভিনীত একটি তামিল সিনেমা ও চিরঞ্জীবীর নতুন ছবি। তুলনায় প্রভাসের ছবিটির শো সংখ্যা বেশি হলেও অগ্রিম বিক্রিতে তামিল ছবিটির চেয়ে কিছুটা পিছিয়ে আছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, প্রভাসের নিজ রাজ্যে ছবিটির অগ্রিম বুকিং এখনো শুরু হয়নি। ফলে মুক্তির পর বক্স অফিসে ছবিটি কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে।

‘দ্য রাজা সাব’ ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন মালবিকা মোহনন, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার, সঞ্জয় দত্ত, বোমান ইরানি প্রমুখ। এ বছর প্রভাসের আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে, যা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

 

এলআইএ