বিয়ের পিঁড়িতে ক্যামেরন ডায়াজ
একদমই হঠাৎ করে সোমবার রাতে বেনজি ম্যাডেনকে বিয়ে করেছেন ক্যামেরন ডায়াজ। বেভারলি হিলসের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে দুই পক্ষ মিলিয়ে ১০০-এর মতো অতিথি দাওয়াত পেয়েছিলেন। বাড়ির পেছনের উঠানে বিশাল এক তাঁবু টানানো হয়। ঘরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই অতিথিরা তাঁবুতে মিলিত হন।
বড়দিনের দিনই ৪২ বছর বয়সী ক্যামেরনকে বিয়ের প্রস্তাব দেন ৩৫ বছর বয়সী রকস্টার বেনজি। আয়োজন থেকে বিয়ের কাজ শেষ হতে সময় লেগেছে মাত্র ১১ ঘণ্টা। বেনজির ভাবি নিকোল রিচি, ক্যামেরনের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পরিচিত ড্রিউ ব্যারিমুর, ছোট বোন শিমিন এবং তাঁর ব্যক্তিগত সহকারী জেসি লুতজ ব্রাইডসমেডের দায়িত্ব পালন করেন।