অবসকিওরের গানে তিস্তা চুক্তি
তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দফায় দফায় বৈঠক হয়ে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু এখন পর্যন্ত সমাধান মেলেনি। এবার তিস্তা চুক্তির ভবিষ্যৎ নিয়ে গান গাইলেন আশির দশকের জনপ্রিয় ব্যান্ডদল অবসকিওর।
এর কথা হচ্ছে `একটি হাতে থাকুক গোলাপ, অন্য হাতে অস্ত্র থাক/ দু`হাত তুলে জানাও দাবি, তিস্তা এবার এদেশ বাঁক/কলকাতাতে মিছিল বেরুক, সবাই দাঁড়াক বারান্দায়/বৃষ্টি আসুক শহরজুড়ে, তিস্তা যেন এদেশ বাঁক/ অনেক সময় চলেই গেল, কথায় শুধু মেঘের ছাই/বিষণ্নতার মুখোশ খুলুক, তিস্তা নিয়ে বিহিত চাই`। গানটির কথা লিখেছেন কলকাতার কবি অমিত গোস্বামী। সুর-সঙ্গীত করেছেন অবসকিওর ব্যান্ডের সদস্যরা।
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’