টিভিপর্দায় ফিরলেন মৌটুসী
চলচ্চিত্রে ব্যস্ততা না থাকায় আবারও টিভি নাটকের কাজে নিয়মিত হয়েছেন মৌটুসী বিশ্বাস। এরই মধ্যে একটি নাটকের শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী। জাহিদ বিপ্লবের পরিচালনায় এর নাম ‘ওভারকোট’। এছাড়া একটি টেলিফিল্মের কাজও শেষ করেছেন তিনি। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করা এ টেলিফিল্মের নাম ‘ভ্রম’। এর আগে ‘ইউটার্ন’ ছবির শুটিং নিয়ে বেশ কিছুদিন ব্যস্ত ছিলেন তিনি। ছবিটির কাজ প্রায় শেষ।
এদিকে নাটকের পাশাপাশি নতুন একটি বিজ্ঞাপনের কাজও করেছেন মৌটুসী। আরএফএল-এর গ্লাসডোর-এর এ বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে নাটক, বিজ্ঞাপনে ভিন্নভাবে দর্শকের সামনে হাজির হয়েছেন মৌটুসী।
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’