ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নতুন চার ছবিতে আইরিন

প্রকাশিত: ০২:৪৬ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

একটি অথবা দুটি নয়, একসঙ্গে চারটি ছবির শুটিং করছেন আইরিন। ছবিগুলো হচ্ছে, এস এ হক অলিকের `এক পৃথিবী প্রেম`, আলভী আহমেদের `ইউটার্ন`, জাহিদ রেজার `ভালোবাসা প্রেম নয়` ও সাঈফ চন্দনের `টার্গেট`। আর এই ছবিগুলোর শুটিংয়ের জন্য ঢাকা-সিলেট ছোটাছুটি করতে হচ্ছে তাকে।

আইরিন বলেন, `মাত্র দুই বছরের ক্যারিয়ার। এর মধ্যে নির্মাতাদের নজরে আসতে পেরে ভালো লাগছে। প্রতিদিনই কোনো না কোনো নতুন ছবির প্রস্তাব পাচ্ছি। জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে কাজ করার সুযোগ হচ্ছে। আশা করছি, চলতি বছরেই নিজেকে আরো প্রমাণ করতে পারব, দর্শকরাও আমাকে ভালোভাবে গ্রহণ করবেন।`

আইরিন অভিনীত প্রথম ছবি `ভালোবাসা জিন্দাবাদ`। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করেন আরেফিন শুভ।