আইটেম গানে সাদিয়া আফরিন (ছবি ও ভিডিও)
ঢালিউড চলচ্চিত্রের নতুন মুখ সাদিয়া আফরিন। এবার তিনি আনোয়ার সিরাজি পরিচালিত উতালা মন ছবির আইটেম গানে পারফর্ম করলেন। 
বুধ ও বৃহস্পতিবার বিএফডিসির ৪ নাম্বার ফ্লোরে আইটেম গানের শুটিং হয়। 
এ প্রসঙ্গে সাদিয়া বললেন, আইটেম গানটিতে পারফর্ম করে বেশ ভালো লেগেছে। বিশেষ করে বেবী নাজনীনের গাওয়া গানটি দারুণ হয়েছে। চেষ্টা করেছি নতুন কিছু করার। আশা করছি এটি দর্শকদের ভালো লাগবে। 
উল্লেখ্য, ডেয়ারিং লাভার ছবির আইটেম গানে পারফর্ম করে সাদিয়া চলচ্চিত্রের খাতায় নাম লিখান। এরপর তিনি কাজ করেছেন ভালোবাসলে দোষ কি তাতে, মিয়া বিবি রাজি, অচেনা হৃদয় ছবির আইটেম গানে।
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’