স্বামী হওয়ার সমস্ত গুণ সিদ্ধার্থের মধ্যেই আছে: আলিয়া
স্টুডেন্ট অব দ্যা ইয়ারের নায়িকা আলিয়া ভাট ‘কফি উইথ করণের একটি এপিসোডে হালকা চালে বলেছিলেন তাঁর দুই নায়কের মধ্যে বরুণ ধাওয়ানকে ভালো বয় ফ্রেন্ড হিসাবে ভাবা গেলেও স্বামী হওয়ার সমস্ত গুণ সিদ্ধার্থ মলহোত্রার মধ্যেই আছে।
তা হলে কি সিদ্ধর্থকেই বিয়ে করতে চলেছেন আলিয়া?এই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু আপাতত আলিয়া যে তাঁর মনের মানুষটিকে সিদ্ধার্থের মধ্যে খুঁজে পেয়েছেন তা ভালোই বোঝা যাচ্ছে। তাহলে যা রটে তার কিছুটা তো বটে। বলিপাড়ায় বেশ কিছুদিন ধরে গুঞ্জন শুরু হয়েছিল এই জুটির প্রমকাহিনীর। তাই সরাসরি না জানালোও আলিয়া-সিদ্ধার্থ যে একে অপরের প্রেম পড়েছেন তা বেশ ভালো মতই বোঝা যাচ্ছে। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় এখন একসঙ্গে দেখা যায় এই জুটিকে। এমনই এই নতুন বছরের সন্ধ্যেটা একসঙ্গে কাটিয়ে ছিলেন এই যুগল।
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’