ঐশ্বরিয়ার জন্য উন্মুখ হয়ে আছেন অভিষেক
সঞ্জয় গুপ্তের `জাজবা`য় শীতঘুম ভাঙছে ঐশ্বরিয়া রাই বচ্চনের। আর পর্দায় ঝলমলে এ তারকাকে দেখার জন্য সবচেয়ে বেশি উন্মুখ হয়ে আছেন ঘরোয়া ভক্ত অভিষেক বচ্চন।
২০১০ সালের `গুজারিশ`-এ সর্বশেষ দেখা গিয়েছিল সাবেক এ বিশ্বসুন্দরীকে। এরপরের বছরেই বচ্চন পরিবারের ঘর আলো করে আসে আরাধ্য। পরে আর ক্যামেরামুখি হননি বচ্চন বধূ।
এতদিন পর ঐশ্বরিয়ার ফিরে আসা নিয়ে আত্মহারা জুনিয়র বচ্চন বললেন, “নতুন ছবি `জাজবা`য় ঐশ্বরিয়াকে দেখার জন্য মুখিয়ে আছি। অনেক মজার হবে ব্যাপারটা। চিত্রনাট্যটাও দারুণ। পরিচালক হিসেবে সঞ্জয় গুপ্তা আমার প্রিয় একজন এবং তার টিমটাও ফ্যান্টাস্টিক। আর ওকে পর্দায় দেখাটা সবসময়ই চমৎকার।`
অ্যাকশন থ্রিলারধর্মী `জাজবা`য় আরও অভিনয় করেছেন ইরফান খান ও শাবানা আজমি।
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’