শখ-নিরবের বিয়েতে `শর্ত প্রযোজ্য`
এবার শখের সঙ্গে পারিবারিকভাবেই নিরবের বিয়ের আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তারা পরস্পরকে ভালোভাবে জানতে চান। এমন কাহিনী `শর্ত প্রযোজ্য` নামে একটি নাটকের দৃশ্যে দেখা যাবে।
নাটকের গল্পে একটি রেস্টুরেন্টে বসে নিজেদের ভালোমন্দ, অভ্যাস, রুচি নিয়ে কথা বলেন তারা। শখ নিয়ে আসেন শর্তের একটি তালিকা। নিরবও তাকে একটি তালিকা ধরিয়ে দেন। সমস্যা হলো দুজনের প্রতিটি শর্তই সাংঘর্ষিক। এ অবস্থা দেখে তারা বুঝতে পারেন সংসার করা সম্ভব নয়। পরিবারকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। অভিভাবকরা তাদের বিষয়টা নিয়ে আরো ভাবতে বলেন।
শর্ত নিয়ে বনিবনা না হলেও তারা আবার দেখা করেন। এক সময় তারা কম্প্রোমাইজ করে চলার সিদ্ধান্ত নেন। এভাবেই এগিয়ে যাবে নাটকের কাহিনী। জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। নাটকটি বিরতিহীনভাবে শুক্রবার রাত ১২টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’