ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ফিরছেন এশা গুপ্তা

প্রকাশিত: ০২:৩৭ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

২০১২ সালে বলিউডে রাজকীয় অভিষেকের পর এশা গুপ্তা হঠাৎই যেন হারিয়ে গিয়েছিলেন। `জান্নাত টু`, `রাজ ৩` ও `চক্রব্যূহ` ছবিতে তিনি ছিলেন একক নায়িকা। সে বছর সেরা নবাগতার মনোনয়নও পেয়েছিলেন। গত বছর `হমশকলস` ছবিতে ছোট একটি চরিত্রে দেখা গেছে তাঁকে। কিন্তু তারপর আর তাকে রূপালী পর্দায় দেখা যায়নি।

এবছর তাকে দেখা যাবে অক্ষয় কুমার অভিনীত `বেবি` ছবিতে। তবে অভিনয়ে নয়, একটি আইটেম সং-এ। নিরাজ পাণ্ডে পরিচালিত স্পাই থ্রিলার এ ছবিতে কোনো গান নেই। একেবারে শেষে ছবির নাম নিয়ে একটি আইটেম সং করা হয়েছে। আর তাতেই থাকছেন এশা।

`বেপরোয়াহ` শিরোনামের গানটি তৈরি করেছেন `বেবি ডল`খ্যাত মিট ব্রাদার্স। অপেক্ষা ডান্ডেকারের গাওয়া এই গানে অভিশ্রীর কোরিওগ্রাফি সঞ্জয় গুপ্তের পরিচালনায় এশাকে যথেষ্ট আবেদনময়ী হিসেবে উপস্থাপন করা হয়েছে।