ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

তানিয়ার নতুন পরিচয়

প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

অভিনেত্রী আর উপস্থাপিকা ছাড়াও তানিয়া হোসেনের নামের আগে যুক্ত হচ্ছে নতুন একটি পালক। এবারই প্রথম মঞ্চনাটকের পোশাক পরিকল্পনা করছেন তিনি। নাটকের শিরোনাম `গালিভারের সফর`।

ভিশন থিয়েটারের নবম প্রযোজনায় ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির পরীকক্ষণ থিয়েটার হলে এর কারিগরি মঞ্চায়ন হবে। আবুল মনসুর আহমদের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন গোলাম সারোয়ার। নির্দেশনা দিচ্ছেন গোলাম শাহরিয়ার সিক্ত।