ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কঙ্গনার এভারেস্ট জয়!

প্রকাশিত: ০২:৪৪ এএম, ১০ জানুয়ারি ২০১৫

এবার এভারেস্ট জয়ী নারীর চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। আগামী সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। ছবিটির পরিচালনা করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা হানসাল মেহতা।

মিডডের খবরে জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটি এক পর্বতারোহীর জীবনকাহিনী অবলম্বনে নির্মিত হবে। এতে কঙ্গনা এভারেস্ট জয়ী প্রথম প্রতিবন্ধী নারী অরুণিমা সিং-এর ভূমিকায় অভিনয় করবেন। তাই চরিত্রটি বাস্তবসম্মত করে ফুটিয়ে তুলতে তিনি পর্বতারোহীদের আদলে ত্বক ও শরীর গঠনের প্রশিক্ষণ নিচ্ছেন।

এ প্রসঙ্গে কঙ্গনা রানৌত বলেন, `জীবনীনির্ভর ছবিতে এবারই প্রথম অভিনয় করব। তাই এ নিয়ে আমি বেশ উচ্ছ্বাসিত। এর মাধ্যমে জীবনীনির্ভর ছবিতে আমার অভিনয়ের ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে। আশা করছি, চ্যালেঞ্জিং এ চরিত্রটি কঠোর অনুশীলনের মাধ্যমে উতরে যেতে পারব।`

কঙ্গনা বর্তমানে বেশ কটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এগুলো হচ্ছে `তনু ওয়েডস মনু রিটার্নস`, `ডিভাইন লাভারস`, `মিস্টার চালু` ও `কাট্টি বাট্টি`।