ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ইউএস টিভিতে বলিউডের টিনা

প্রকাশিত: ০৫:৩১ এএম, ১০ জানুয়ারি ২০১৫

আমেরিকান টেলিভিশনে নিজের জায়গা পাকা করে ফেললেন অভিনেত্রী টিনা দেশাই। হলিউডে অভিষেক হয়েছিল আগেই। এবার ‘সেনস-এইট’ নামে এক ফ্যামিলি ড্রামা সিরিজে দেখা যাবে তাঁকে।

সারা পৃথিবীর আটজন অপরিচিত ব্যক্তি হঠাৎ একে অনের সঙ্গে নানাভাবে যুক্ত হয়ে পড়বেন-এরকমই প্লান নিয়ে শুরু হবে সিরিয়ালটি। তারই এক চরিত্র টিনার দখলে। পরিচালনা করবেন ‘ম্যাট্রিক্স’ ট্রিলজিতে কাজ করা ওয়াচোস্কি ব্রাদার। তাঁদের সঙ্গে কাজ করা টিনার কাছে যে সৌভাগ্যের এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

২০১১তে ‘ইয়ে ফাসলে’ ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন টিনা। শিগগিরি পা রাখেন হলিউডেও। পরের বছরই কাজ করেন ‘দ্য বেস্ট একজোটিক মেরিগোল্ড হোটেল’ নামে একটি হলিউডি ছবিতে। এ বছরই সে ছবির সিকুয়েল মুক্তি পাওয়ার কথা। মাঝে কাজ করেছিলেন ‘ককটেল’, ‘টেবিল নং ২১’-এর মতো কয়েকটি বলিউডের ছবিতে। তবে এই টেলিভিশন সিরিজ টিনার কেরিয়ারে বড় মাইল ফলক বলে তিনি উল্লেখ করেন। এতে তার হলিউডে কাজের দরজা খুলবে বলে মনে করেন এই অভিনেত্রী।