স্কুল পালাতেন জেসিকা!
বিখ্যাত ব্যক্তিদের অতীত ইতিহাস ঘাটলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, তারা ছোটবেলায় স্কুল পালাতেন। এই যেমন ছেলেবেলায় স্কুল পালাতেন হলিউড তারকা জেসিকা চ্যাস্টেইন। সম্প্রতি তিনি একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে বেশ গর্বের সঙ্গেই ছেলেবেলায় নিজের স্কুল পালানোর কথা তুলে ধরেছেন। দু’বার অস্কার মনোনীত হওয়া এ তারকা জানান, জীবনে বহুবার স্কুল পালিয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারটিতে জেসিকা বলেছেন, ‘আমার অতীতের এই ঘটনা অনেকেই জানেন না। ছাত্রী হিসেবে আমি ভয়ানক খারাপ ছিলাম। স্কুলে বসে না থেকে গাড়িতে বসে বসে শেক্সপিয়ারের গল্প পড়তাম। অনিয়মিত থাকার কারণে স্নাতক ডিগ্রি পর্যন্ত নেওয়া হয়নি।’