ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মিষ্টির প্রেমে কলকাতার সোহম

প্রকাশিত: ১১:৫৭ এএম, ১১ জানুয়ারি ২০১৫

মিষ্টির প্রেমে পড়েছেন কলকাতার সোহম। এরমধ্যে প্রেম এতটাই গাঢ় হয়েছে যে, সোহমের কাছে মিষ্টি এখন তাঁর ভালোবাসার রাজকন্যা। কি ভাবছেন? বেচারি তনয়া। বিয়ের গন্ধ এখন গা থেকে যায়নি এরমধ্যেই সোহম এই কীর্তি করে বসল। তাহলে বলি ভুল ভাবছেন। সোহম তনয়ারই আছে। আর এটি দেখা যাবে রিল লাইফে।

টলিউডের হটি পাওলির পর এবার বাংলাদেশী নায়িকা মিষ্টির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন টলিউডের চকলেট বয় সোহম। ছবির নাম ‘ভালোবাসার রাজকন্যা’।

পরিচালক সজল আহমেদের আপকামিং ছবি ‘ভালোবাসার রাজকন্যা’ মূলত একটি মিষ্টি প্রেমকাহিনী। এই ছবিতে রোম্যান্স করতে দেখা যাবে সোহম-মিষ্টিকে। সোহমের সঙ্গে জুটি বাঁধতে পেরে বেজায় খুশি মিষ্টি। তিনি সাংবাদিকদের জানিয়েছেন , ‘অনেকদিন ধরে ছবিটির কথা চলছে। অবশেষে পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন ছবিটিতে সোহম আর আমাকে নিয়ে কাজ করার। সোহম আমার খুব পছন্দের একজন অভিনেতা। ওঁর সঙ্গে কাজ করতে পারলে আমার খুব ভালো লাগবে’।