ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

বিএফডিসিতে চাষী নজরুলের জানাযা সম্পন্ন

প্রকাশিত: ০৭:০৭ এএম, ১২ জানুয়ারি ২০১৫

গুণী নির্মাতা ও একুশে পদক প্রাপ্ত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের নামাজে জানাযা তার দীর্ঘাদনের কর্মস্থল বিএফডিসিতে সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বারডেম হাসপাতালের হিম ঘরে থেকে তাল লাশ বিএফডিসিতে আনা হয়। সেখানে প্রথমে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাযা নামাজ সম্পন্ন হয়।

এসময় তার জানাযা নামাজে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ চলচ্চিত্র জগতের নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সোমবার বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাযা শেষে তার জন্মস্থান মুন্সীগঞ্জে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর নামাজে জানাজা শেষে শ্রীনগর উপজেলার সমশপুর গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে রোববার ভোর পৌনে ৬টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চাষী নজরুল ইসলাম। দীর্ঘদিন ধরেই ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন তিনি।

-বিএ