আগেও বিয়ে করেছিলেন পিট-জোলি
এতবড় সত্যিটা এতদিন গোপন রেখেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট! ফ্রান্সে গোপনে বিয়ে করার আগে আরও একবার বিয়ে করেছিলেন হলিউডের বহুল আলোচিত এ তারকা জুটি।
ইটালির সাময়িকী লো ডোননার সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। তার ভাষায়, `একদিন বিকেল সাড়ে চারটায় আমি ব্র্যাডকে আমার সাথে দেখা করতে বললাম।একজন ধর্মাধিকারীও আসতে বললাম। পরে আমরা বিয়ের কাগজপত্রে স্বাক্ষর করলাম।`
গত বছরের আগস্টে ফ্রান্সের চাতিউ মিরাভাল গ্রামে ঘরোয়া পরিসরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে এ জুটি। এ সময় জোলির ভাই জেমস হ্যাভেনসহ ২০জন অতিথি উপস্থিত ছিলেন। বিয়েতে জোলি-পিটের ছয় সন্তানও উপস্থিত ছিল।