মিসটেক উপস্থাপনায় সাফা
আবারও উপস্থাপনার খাতায় নাম লেখালেন আলোচিত মডেল-অভিনেত্রী সাফা কবির। এবার সাফা উপস্থাপনা করছেন `মিসটেক` নামের একটি ছোটদের অনুষ্ঠান। এরইমধ্যে আরটিভিতে নিয়মিতভাবে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে।
এ প্রসঙ্গে সাফা বললেন, `উপস্থাপনাটা আমি বেশ উপভোগ করি। আর এই অনুষ্ঠানটা আরও বেশী উপভোগ করছি কারণ পুরো অনুষ্ঠানটিই ছোটদের নিয়ে। ওদের সাথে কাজ করতে যেয়ে দারুণ মজা পাচ্ছি।`
কথা প্রসঙ্গে সাফা আরও জানালেন এরইমধ্যে তিনি আরো দুটো নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন। বিজ্ঞাপন দুটো হলো `প্রাণ চকোলেট চিপস` ও `দৈনিক আজকের খবর` পত্রিকার। খুব শীগ্রই বিজ্ঞাপন দুটির প্রচার শুরু হবে।
-পিআর