ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ক্যাটরিনাকে দীপিকার পরামর্শ

প্রকাশিত: ০৪:২৬ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

`বাচনা এ হাসিনো` ছবিতে অভিনয় করতে গিয়েই শুরু রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেম, যা বেশি দিন স্থায়ী হয়নি। বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে দীপিকাই আলাদা হয়ে যান। শেষপর্যন্ত ক্যাটরিনা কাইফে থিতু হন রণবীর। এখনো এ প্রেমিক জুটি একসঙ্গেই আছেন।

চলতি বছরের শুরুতে বাগদানও সেরে ফেলেছেন ক্যাট-রণবীর। কিন্তু দীপিকা চান না এই জুটির বিয়ে হোক। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দীপিকা। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, `ক্যাটরিনা তো রণবীরকে বিয়ে করতে চলেছেন। এ প্রসঙ্গে ক্যাটরিনাকে কী পরামর্শ দেবেন আপনি?` অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতেই দীপিকা উত্তর দেন, `ক্যাটরিনাকে একটাই পরামর্শ দেব, রণবীরকে বিয়ে কোরো না। যদি নিজের ভালো চাও তো এ সিদ্ধান্ত থেকে সরে আসো। নইলে পস্তাবে।` কেন এ পরামর্শ দেবেন সে প্রসঙ্গে জানতে চাইলে হাসিমুখে এড়িয়ে গেছেন দীপিকা।