ক্যাটরিনাকে দীপিকার পরামর্শ
`বাচনা এ হাসিনো` ছবিতে অভিনয় করতে গিয়েই শুরু রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেম, যা বেশি দিন স্থায়ী হয়নি। বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে দীপিকাই আলাদা হয়ে যান। শেষপর্যন্ত ক্যাটরিনা কাইফে থিতু হন রণবীর। এখনো এ প্রেমিক জুটি একসঙ্গেই আছেন।
চলতি বছরের শুরুতে বাগদানও সেরে ফেলেছেন ক্যাট-রণবীর। কিন্তু দীপিকা চান না এই জুটির বিয়ে হোক। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দীপিকা। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, `ক্যাটরিনা তো রণবীরকে বিয়ে করতে চলেছেন। এ প্রসঙ্গে ক্যাটরিনাকে কী পরামর্শ দেবেন আপনি?` অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতেই দীপিকা উত্তর দেন, `ক্যাটরিনাকে একটাই পরামর্শ দেব, রণবীরকে বিয়ে কোরো না। যদি নিজের ভালো চাও তো এ সিদ্ধান্ত থেকে সরে আসো। নইলে পস্তাবে।` কেন এ পরামর্শ দেবেন সে প্রসঙ্গে জানতে চাইলে হাসিমুখে এড়িয়ে গেছেন দীপিকা।
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’