একাত্তর টিভিতে তথ্যচিত্র ‘ফেরা’
চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের উপর নির্মিত তথ্যচিত্র ‘ফেরা’ আজ বুধবার রাত সাড়ে ৯টায় একাত্তর টিভিতে প্রচার করা হবে। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন প্রসূন রহমান।
নির্মাতা প্রসূন রহমান এ বিষয়ে জাগো নিউজকে বলেন, তারেক মাসুদের সঙ্গে ২০০৯ সালে র শেষ দিকে ১১ ঘণ্টার ভ্রমণকালে তাঁর প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো সাক্ষাৎকার ধারণ করা হয়। সেখান থেকে উল্লেখযোগ্য ৪০ মিনিটের সংকলন নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ফেরা। তথ্যচিত্রটি দৈর্ঘ্য হচ্ছে ৪০ মিনিট। এরই মধ্যে এর ডিভিডি প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই তথ্যচিত্রে তারেক মাসুদের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয়েছে। এর মধ্যে ছিল তাঁর ছেলেবলো, তাঁর মাদ্রাসা জীবন, নিজের চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট নানা বিষয়।