অস্কার পুরস্কারের মনোনয়ন ঘোষণা
অস্কার পুরস্কার নামে পরিচিত একাডেমি এ্যাওয়ার্ডসের ৮৭তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ৯ বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ ও ‘বার্ডম্যান’। বৃহস্পতিবার দুটি পর্যায়ে অস্কারের মনোনয়ন ঘোষণা করেন আলফনসো কুয়ারন, জে জে আব্রামস, ক্রিস পাইন ও একাডেমি প্রেসিডেন্ট শেরিল বুন আইজাকস।
প্রতি বছরের ন্যায় এবারের আসরের সেরা সিনেমা, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
আগামী ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস।
এক নজরে মনোনয়নের তালিকা:
সেরা ছবি:
আমেরিকান স্নাইপার
বার্ডম্যান
বয়হুড
দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
দ্য থিওরি অফ এভরিথিং
হুইপ্ল্যাশ
সেলমা
দ্য ইমিটেশন গেম
সেরা পরিচালক:
রিচার্ড লিঙ্কল্যাটার: বয়হুড
আলেজান্দ্রো জি ইনারিতু: বার্ডম্যান
ওয়েস আ্যাডারসন: দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
মর্টেন টিলডাম: দ্য ইমিটেশন গেম
বেনেট মিলার: ফক্সক্যাচার
সেরা অভিনেতা:
মাইকেল কিটন: বার্ডম্যান
এডি রেডমেন: দ্য থিওরি অফ এভরিথিং
বেনেডিক্ট কামবারব্যাচ: দ্য ইমিটেশন গেম
স্টিভেন ক্যারেল: ফক্সক্যাচার
ব্র্যাডলি কুপার: আমেরিকান স্নাইপার
সেরা অভিনেত্রী:
রোসামুন্ড পাইক: গন গার্ল
জুলিয়েন মুর: স্টিল অ্যালাইস
রিজ উইথহারস্পুন: ওয়াইল্ড
ফেলিসিটি জোনস: দ্য থিওরি অফ এভরিথিং
ম্যারিয়ন কতিয়ার: টু ডে ওয়ান নাইট
সেরা সহকারি অভিনেত্রী:
প্যাট্রিসিয়া আরকেট: বয়হুড
এম্মা স্টোন: বার্ডম্যান
কেইরা নাইটলি:দ্য ইমিটেশন গেম
মেরিল স্ট্রিপ: ইন টু দ্য উডস
লরা ডেন: ওয়াইল্ড
সেরা সহকারী অভিনেতা:
জে কে সিমনস : হুইপ্ল্যাশ
এডওয়ার্ড নর্টন: বার্ডম্যান
ইথান হক: বয়হুড
রবার্ট দুভাল: দ্য জাজ
মার্ক রাফেলো: ফক্সক্যাচার
সম্পাদনা :
আমেরিকান স্নাইপার,
বয়হুড,
দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল,
দ্য ইমিটেশন গেম,
হুইপ্ল্যাশ
শিল্প নির্দেশনা :
১.দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
২. দ্য ইমিটেশন গেম
৩. ইন্টারস্টেলার
৪. ইনটু দ্য উডস
৫. মিস্টার টার্নার
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র :
১. আয়া
২. বুগালু অ্যান্ড গ্রাহাম
৩. বাটার ল্যাম্প
৪. পারভানা
৫. দ্য ফোন কল।
শব্দমিশ্রণ :
আমেরিকান স্নাইপার,
বার্ডম্যান,
ইন্টারস্টেলার,
আনব্রোকেন,
হুইপ্ল্যাশ
ভিজ্যুয়াল ইফেক্টস :
ক্যাপ্টেন আমেরিকা : দ্য উইন্টার সোলজার,
ডন অব দ্য প্লানেট অব দ্য এপস,
গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি,
ইন্টারস্টেলার,
এক্স-মেন : ডেজ অব ফিউচার পাস্ট
পোশাক পরিকল্পনা :
দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল,
ইনহারেন্ট ভাইস,
ইনটু দ্য উডস,
মেলফিসেন্ট,
মিস্টার টার্নার।