ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ক্যাট-রণবীরের বাগদান হয়নি

প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হলেন ক্যাটরিনা কাইফ। রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমকাহিনী নিয়ে গণমাধ্যমে কথা না বলার পণ করেছিলেন! কিন্তু লন্ডনে তাদের গোপন বাগদানের খবর এমন মহামারী রুপ ধারণ করেছে যে, আর চুপ থাকতে পারলেন না।
 
শুক্রবার মুখপাত্রকে দিয়ে সংবাদ মাধ্যমকে ক্যাটরিনা জানান, রণবীর ও তার গোপন বাগদানের খবরটিকে মিথ্যে, বানোয়াট এবং ভিত্তিহীন। গুজব হিসেবে খবরটিকে খারিজ করেছেন তিনি।
 
পরিবারের সদস্যদের সঙ্গে বড়দিন উদযাপন করতে গত বছরের শেষদিকে লন্ডন যান ক্যাটরিনা। কদিন বাদে রণবীরও পাড়ি জমান ক্যাটের কাছে। তাদের এই বিদেশ সফরের সূত্র ধরে শুরু হয় তাদের বাগদানের গুঞ্জন।

ভারতের একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর লন্ডনে একটি গোপন অনুষ্ঠানে বাগদান সম্পন্ন হয় তাদের। এই জুটির আংটি বদলের আয়োজনে রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নিতু সিংসহ দুই পরিবারের ঘণিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বলেও জানানো হয়।
 
নভেম্বরে মুম্বাইয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে রণবীর-ক্যাট একত্রে বসবাস শুরু করলে শিগগিরই তাদের বাগদান হচ্ছে বলে গুঞ্জন ওঠে। তাই রণবীর বা ক্যাটরিনা নিশ্চিত করার আগেই লন্ডনে বাগদানের বিষয়টি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে সর্বমহলে।
 
শুক্রবার ক্যাটরিনার মুখপাত্র জানান, লন্ডনে কোনো গোপন অনুষ্ঠানের মাধ্যমে ক্যাটরিনা কাইফের বাগদান হয়নি। এটি স্রেফ গুজব- এই খবরের কোনো ভিত্তি নেই। তাদের নিয়ে গুজব-গুঞ্জন আগেও হয়েছে অনেক। -হিন্দুস্তান টাইমস