ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কুস্তিগীরের ভূমিকায় আমির

প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

পর পর দুটো ব্লকবাস্টার। ধুম থ্রি ও পিকের পর আমিরের নতুন কোনও ছবি করার খবর না থাকায় হতাশ হয়েছিলেন ভক্তরা। তাদের জন্য সুখবর। নীতেশ তিওয়ারির আগামী ছবি দাঙ্গাল সই করেছেন আমির।

তবে সেটাই বড় খবর নয়। বড় খবর এই ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করবেন আমির। আর আমির মানেই মিস্টার পারফেকশনিস্ট। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে শরীরচর্চা আর প্রস্তুতি। আর প্রস্তুতির ফল কী হয় তা আর নতুন করে বলে দিতে হবে না কাউকেই। এই ছবিতে শুধু কুস্তিগীর নয়, দুই মেয়ের বাবা আমির। দুই মেয়েও কুস্তিগীর।

শেষ ছবি পিকে নিয়ে বহু বিতর্কে জড়িয়েছেন আমির। কিন্তু কোনওভাবেই থামানো যায়নি পিকের গতি। বিশ্ব বাজারে এর মধ্যেই পিকের লাভের অঙ্ক ৬০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। পিকের রমরমা বাজারেই এল আমিরের আগামী ছবি দাঙ্গালের খবর।