ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

শ্রীদেবীর মেয়ে অক্ষরা!

প্রকাশিত: ০৩:১৮ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

শ্রীদেবীর মেয়ে নাকি অক্ষরা। কিন্তু অক্ষরা তো দক্ষিণের সুপারস্টার কমল হাসানের ছোট মেয়ে । তাহলে সে শ্রীদেবীর মেয়ে হয় কীভাবে! তবে কী কমলের সঙ্গে শ্রীদেবীর গোপন কোনো সম্পর্ক ছিল! খবরটি শুনে এমন প্রশ্নও করেছেন অনেকে।

বিষয়টি আসলে তা নয়। ‘শমিতাভ’ ছবিতে মা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন শ্রীদেবী ও অক্ষরা হাসান। ছবিতে শ্রীদেবীর মেয়ের ভূমিকায় দেখা যাবে অক্ষরাকে। বলিউডে এটাই তার প্রথম ছবি। তাই অভিষেক ছবিকে একটু ভিন্নভাবে প্রচার করতেই শ্রীদেবীর মেয়ে হিসেবে প্রচারণা চালান হয়। তবে এ প্রচারটা কে করেছে সেটা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, নতুন নায়িকা হিসেবে অক্ষরাকে আলোচনায় আনতেই নাকি প্রচারণার কৌশলটা এভাবেই নেয়া হয়েছে।

সবাইকে একটি বিস্ময়কর তথ্য দিয়ে হতবাক করে দেয়াই ছিল এ প্রচারণার কৌশল। যদিও এভাবে মানুষকে বোকা বানানোটা মোটেও সমীচীন নয় বলেই বলিউড সমালোচকরা বলেছেন। তাদের মতে, নবাগতা হিসেবে বিষয়টি অক্ষরার জন্য হিতে বিপরীতও হতে পারে।