নিয়তি নিয়ে মুভি বাজারে শুভ-জলি
আরেফিন শুভ ও জলি অভিনীত ‘নিয়তি’ চলচ্চিত্রটি আগামীকাল শুক্রবার (১২ আগস্ট) সারাদেশে মুক্তি পাচ্ছে। জাকির হোসেন রাজুর পরিচালনায় এই ছবি দিয়েই শুভ-জলির জুটির অভিষেক হতে যাচ্ছে ঢাকাই ইন্ডাস্ট্রিতে।
সম্প্রতি ছবির প্রচারে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে নিয়তি ছবির পুরো টিমকে। তারা ছবির নায়ক-নায়িকাকে সঙ্গে নিয়ে ছুটে বেড়িয়েছেন বিভিন্ন স্থানে। তারই ধারাবাহিকতায় চলচ্চিত্রের বাজার বিষয়ক একমাত্র টিভি অনুষ্ঠান ‘মুভি বাজার’-এ হাজির হচ্ছেন ‘নিয়তি’ ছবির প্রধান দুই চরিত্র শুভ ও জলি।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রচার হতে যাওয়া অনুষ্ঠানটির নতুন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই দুই চলচ্চিত্র তারকা। তারা কথা বলবেন তাদের জুটির প্রথম চলচ্চিত্র ‘নিয়তি’র ভাবনা, গল্প, নির্মাণ, জুটি রসায়ন ও কাজের অভিজ্ঞতার অনেক কথা।
মুভি বাজারের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন সৈকত সালাহউদ্দিন। প্রযোজনা নূরুল আলম তরিত।
১৪৫তম পর্বটি এশিয়ান টিভিতে প্রচার হবে আজ রাত ১০টায়। পুনঃপ্রচার হবে রাত ২টা ৩৫ মিনিটে।
এনই/এলএ/এবিএস