ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ডাকটিকিটে দীপিকা

প্রকাশিত: ০৩:৫০ এএম, ২০ জানুয়ারি ২০১৫

উপহার পেতে কার না ভালো লাগে। আর তা যদি হয় নিজের ছবি সংবলিত ডাকটিকিট তাহলে তো কথাই নেই। ঠিক যেমনটা পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে তিনি কলকাতায় `তামাশা` ছবির শুটিং করছেন দীপিকা। আর সেখানেই নিজের প্রতিমূর্তি সংবলিত ১২টি ডাকটিকিট উপহার পেয়েছেন তিনি।

দীপিকা কখনোই ভাবেননি, কলকাতাবাসী তাকে ডাকটিকিট উপহার দিয়ে চমকে দেবেন। নিজের ছবি সংবলিত ডাকটিকিটগুলো পেয়ে দারুণ খুশি দীপিকা। তিনি আরো কিছুদিন কলকাতায় `তামাশা` ছবির শুটিং করবেন বলে জানা গেছে।

মিডডের খবরে জানা গেছে, কলকাতায় ছবির শুটিংয়ের মাঝেই দীপিকাকে ডাকটিকিটগুলো উপহার দেয়া হয়েছে। `তামাশা` ছবিটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। তাই দীপিকার পাশাপাশি কলকাতাবাসী ইমতিয়াজ আলীকেও তার ছবি সংবলিত ডাকটিকিট উপহার দিয়েছেন।

এ ব্যাপারে দীপিকার মুখপাত্র জানান, দীপিকা আগে কখনোই এ ধরনের উপহার পাননি। তাই ডাকটিকিটগুলো পেয়ে রীতিমতো বিস্মিত হয়েছেন। শুধু তা-ই নয়, ডাকটিকিটগুলো সযত্নে স্ট্যাম্পবুকে সাজিয়ে রেখেছেন।

এইচএন