অনুষ্ঠান পরিকল্পনায় ঈশিতা
একটি রিয়েলিটি শোয়ের পরিকল্পনার দায়িত্ব কাঁধে নিয়েছেন টিভিপর্দার জনপ্রিয় মুখ রুমানা রশীদ ঈশিতা। আর এ কারণেই এখন সবকিছু থেকে দূরে রয়েছেন তিনি। বর্তমানে ঈশিতা চ্যানেল আইয়ের `ভিট চ্যানেল আই টম মডেল` শীর্ষক রিয়েলিটি শোয়ের সার্বিক পরিকল্পনার দায়িত্ব পালন করছেন।
ঈশিতা প্রায় প্রতিবছরই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে খন্ড নাটক নির্মাণ করে থাকেন। তবে এবারের বিশ্ব ভালোবাসা দিবসে তিনি কোনো নাটক নির্মাণ করবেন না বলে জানিয়েছেন। একুশে বই মেলায় একটি বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যস্ততার কারণে তাও প্রকাশ করতে পারছেন না।
ঈশিতা জানান, শুক্রবার তার পরিকল্পনার `ভিট চ্যানেল আই টম মডেল` রিয়েলিটি শোয়ের গ্রান্ড ফিনালে অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচারিত হবে। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
উল্লেখ্য, গত বছর একুশের বইমেলায় ঈশিতার লেখা গল্পের বই `নীরবে` প্রকাশিত হয়েছিল। বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে।পাশাপাশি ঈশিতা গত বছরের ঈদে দুটি খন্ডনাটক ও একটি টেলিছবিতে অভিনয় করেছিলেন।
এইচএন