ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শীতার্তদের পাশে অনন্ত

প্রকাশিত: ০৩:৫৬ এএম, ২৩ জানুয়ারি ২০১৫

দুস্থ ও অসহায়দের জন্য বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দেন চিত্রনায়ক প্রযোজক অনন্ত জলিল। ‘সেভ দ্যা স্মাইল’ নামে একটি প্রতিষ্ঠানের আয়োজনে অনন্ত জলিল শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন তিনি।

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘মহান আল্লাহতায়ালা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তা দিয়ে আমি সব সময় দুস্থ ও গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করি। এ কারণেই আমার এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা। সেভ দ্যা স্মাইলের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই এবং একইসঙ্গে সমাজের সব সামর্থ্যবান ব্যক্তিদের প্রতিও আমার বিনীত আহ্বান থাকবে, আপনার আশপাশে যারা দুস্থ তাদের প্রতি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’

এইচএন