ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার তিনি বাবলু ভাইয়া

প্রকাশিত: ১১:১২ এএম, ২৫ আগস্ট ২০১৬

নির্মাতা হিসেবে বেশ জনপ্রিয় সালাউদ্দিন লাভলু। তার পরিচালিত অনেক নাটক দর্শকদের কাছে সমাদৃত হয়েছে। তবে অভিনয়ের বাইরেও সালাউদ্দিন লাভলুকে মাঝে মধ্যে অভিনয়েও দেখা যায়। গেল ঈদে তিনি মিস্টার পাষাণ চরিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন।

আগামী ঈদেও তিনি হাজির থাকছেন ‘বাবলু ভাইয়া’ নামের একটি নাটকে।

কাজী শহীদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। বর্তমানে নাটকটির নির্মাণ কাজ চলছে। নাটকে সালাউদ্দিন লাভলু ছাড়াও অভিনয় করছেন স্পর্শিয়া।

Salauddin

নির্মাতা মারুফ মিঠু জানালেন, ‘নাটকের গল্পটি কমেডি ঘরানার। গল্পে সালাউদ্দিন লাভলু ভাই এবং স্পোর্শিয়াকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। একটি বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে নানারকম পারিবারিক ঝামেলার সৃষ্টি হয়। এই ঝামেলার মধ্যে মজার সব ঘটনা ঘটতে থাকে।’

স্পর্শিয়া বলেন, ‘লাভলু ভাই নির্মাতা হিসেবে যেমন ট্যালেন্ট, অভিনেতাও দারুণ। খুব মজার মানুষ তিনি। এবারই প্রথমবার তার সঙ্গে কাজ করলাম। ভালো লাগছে।’

পরিচালক জানালেন, ‘বাবলু ভাইয়া’ নাটকটি আগামী ঈদে বাংলাভিশনে প্রচার হবে।

এনই/এলএ/পিআর

আরও পড়ুন