ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ব্রিটনির ছন্দে ফেরা

প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

নতুন বছরের শুরুতে নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। শুধু তা-ই নয়, তিনি গত ৬ মাসে তিনি তার শারীরিক কাঠামো থেকে শুরু করে স্টাইলেও আধুনিকতার পরিবর্তন এনেছেন। ফলে ব্রিটনির মুক্তি প্রতীক্ষিত একটি মিউজিক ভিডিওতে তাকে আকর্ষণীয় নৃত্যের ঝংকার তুলতে দেখা যাবে।

টিএমজির খবরে জানা গেছে, চলতি মাসে ব্রিটনি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন। গত দুই মাস ধরে তিনি এই অ্যালবামের কাজ করছেন। শুধু তা-ই নয়, ইতোমধ্যে একটি ভিডিওর কাজও শেষ করেছেন। এটি ফেব্রুয়ারিতে ইউটিউবে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ব্রিটনি। ওই মিউজিক ভিডিওতে ব্রিটনি নিজেকে আবেদনময়ী ভঙ্গিতে উপস্থাপন করেছেন। এতে তাকে উন্মাতাল ভঙ্গিতে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে। ওই গানে ব্রিটনি স্টেজ শোতে ব্যাপক খোলামেলা হয়ে দর্শকদের সঙ্গে নাচবেন।

এ ব্যাপারে ব্রিটনির মুখপাত্র জানান, `ব্রিটনি বেশ পরিশ্রম করেই মিউজিক ভিডিওর শুটিং করেছেন। এই ভিডিওটির শুটিং করার আগে চরিত্রের প্রয়োজনে ব্যাপক মদপান করেছিলেন তিনি। আর এ কারণেই ভিডিওটিতে তাকে শতভাগ উন্মাতাল মনে হয়েছে। একসময় দর্শকদের সামনে পরনের কয়েকটি পোশাকও খুলে ফেলেন তিনি।

এদিকে ব্রিটনি বলেন, `গানটি গেয়েছি সবাইকে মাতাল করার জন্য। গানটি শুনলে ও দেখলেই সবাই বুঝতে পারবেন। আশা করি, ভালো লাগবে সবার।`

এইচএন