ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

প্রেমে হাবুডুবু খাচ্ছেন মম

প্রকাশিত: ০৩:২০ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

লাক্স তারকা জাকিয়া বারী মম সাম্প্রতি টম অ্যান্ড জেরি শিরোনামে একটি খণ্ডনাটকের শুটিং শেষ করলেন। নাটকের গল্পে দেখা যাবে, মম ভালোবাসেন একজনকে। মনের আয়নাতে ভালোবাসার মানুষটিকে দেখলেও বাস্তবে তিনি তাকে দেখেননি। তবে না দেখা সেই মানুষটির প্রেমেই হাবুডুবু খাচ্ছেন তিনি। এমন সময় তার পরিবার তাকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

নাটকে মমর বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটি শিগগিরই যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।