ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বউ তুমি কার!

প্রকাশিত: ০৬:২৭ এএম, ৩০ আগস্ট ২০১৬

বরাবরের মত এবারো জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলু আরটিভির জন্য নির্মাণ করেছেন নাটক। এবার থাকছে তার পরিচালনায় ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বউ তুমি কার’।

কাজী শহীদুল ইসলামের রচনায় এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বীর, আ খ ম হাসান, শর্মিমালা, শ্যামল মাওলা, শামিমা তুষ্টি, হিমি, লাবণ্য লিজা প্রমুখ। নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৮টায় আরটিভিতে।

নাটকে দেখা যাবে সাজানো নৌকা থেকে নতুন বউ নামলো, সঙ্গে বাদ্য-বাজনার দলও আছে, নেই শুধু বর। গ্রামের মানুষের মনে কৌতূহল জন্মানোই স্বাভাবিক। গ্রাম নাচিয়ে, বাদ্য-বাজনা বাজিয়ে নতুন বউ গ্রামের পথ ধরে যাচ্ছে আর মানুষ জানতে চাইবে না কার বউ তা কেমন করে হয়! অন্যদের মতো এই বাড়ির মনি আর ওই বাড়ির মালাও ছুটে আসে নতুন বউ দেখে। গ্রামের কোনো ছেলে বিয়ে করতে গেছে এমন কথাতো শোনেনি ওরা। তাহলে এই বউ কার বাড়ির- এমন প্রশ্ন সবার মনে। ঘটনাক্রমে আরো অনেক প্রশ্নের জন্ম হয়।

সব প্রশ্নকে ছাপিয়ে একটা প্রশ্নই বড় হয়ে সবার মনে বাজতে থাকে- বউ তুমি কার? ছোট-বড় সব প্রশ্নেরই উত্তর মিলবে ‘বউ তুমি কার’ নামের ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটকে।

এলএ/আরআইপি

আরও পড়ুন